ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি ছয় লক্ষাধীক টাকার মালামাল লুট

50
admin
এপ্রিল ৩, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: রাসেল মোল্লা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদের গুতিয়াবো গ্রামের বাড়িতে গতকাল ৩ এপ্রিল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দু’টি মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হীরের নাকফুল ও নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। আশপাশের লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা এসআই পরেশ বাগচী ও মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রাসেল মাহমুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য আশুলিয়া শিল্প পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের রূপগঞ্জের জাঙ্গীর গ্রামের বাড়িতে গত মাসে চুরির ঘটনা ঘটে। রমজান মাসের শুরু থেকে রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ও মহাসড়কের পরিবহনে স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। গত এক মাসে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় নেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।