ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল বিজয়ী

50
admin
এপ্রিল ৩, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল বিজয়ী হয়েছেন।ভোট গননা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর কবীর সরকার বিজয়ী প্রার্থীর নাম ঘোষনা দেন।

বুধবার ৩রা এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ০৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মুল প্রতিদ্বন্দ্বীতা হয় আবু বক্কর সিদ্দিক শ্যামল এবং অ্যাডঃসফুরা বেগম রুমির মধ্যে।আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন,তার নিকটতম প্রার্থী অ্যাডঃ সফুরা বেগম রুমি পান ২৭০ ভোট,মমতাজ আলী শান্ত পান ৫৮ ভোট,অ্যাডঃ আশরাফ হোসেন বাদল পান ০৭ ভোট এবং নজরুল হক পাটোয়ারী ভোলা পান শূন্য ভোট।

আবু বক্কর সিদ্দিক শ্যামল জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।তার প্রার্থীতা বাতিল হলে উচ্চ আদালতে রীট করে তার প্রার্থীতা ফেরত পান।লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যাক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করলেও এই নির্বাচনে মোতাহার হোসেন অ্যাডঃসফুরা বেগম রুমি কে সমর্থন দেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।