মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় মানিকগঞ্জে হরিরামপুর ও সিংগাইর – এ দুইটি উপজেলায় ৩টি পদে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।এর মধ্যে পিতা ও পুত্র সহ বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন। সিংগাইর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০৪ জন, ভাইসচেয়ারম্যান পদে ০৪ জন ও নারী ভাইসচেয়ারম্যান পদে ০৩ জন।
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৯ প্রার্থী হলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিবুল হাসান রাজিব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আজিম খাঁন, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার এবং নির্দলীয় (স্বতন্ত্র ) রাকিব হাসান।
সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৪ প্রার্থী হলেন, স্বতন্ত্র (নির্দলীয়) নিত্য গোপাল সাহা বলাই, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র (নির্দলীয়) মো. আবদুল হাকিম, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মাজেদ খান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।
দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২টি উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপে মানিকগঞ্জে ০২টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইর উপজেলা।মানিকগঞ্জ ০২টি উপজেলায় মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।