এম বাদশা মিয়া বিশেষ সংবাদাতা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ(রোববার) দুপুরে পৌর শহরের ওয়াপদা কলোনীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সকাল থেকেই তীব্র তাপদাহ উপেক্ষা করে উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করতে করতে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর নির্ধারিত পূর্বেই সমাবেশস্থল কানায় কানায়ং পূর্ণ হয়ে যায়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা নাসরিন লিপি প্রমুখ।
এছাড়া ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘বাংলার জনগণের শাসনতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণে এবং স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। যা আগামী দিনে দেশ গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করবে।