আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল মোতাবেক ২ মে বৃহস্পতিবার ছিল অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সে মোতাবেক ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, ভাইস চেয়ারম্যান ১২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ৫ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সফিউল ইসলাম আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আখতারুজ্জামান আকন্দ শাকিল, সাবেক উপজেলা খাদ্য কর্মকর্তা, সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খয়বর হোসেন সরকার মওলা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সরদার মহসিন মেডিকেল সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোসত্মফা মহসিন সরদার, জাতীয় পার্টির সাবেক এমপি, দু’বারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দু’বারের বেলকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন লিখন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দহবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কবির মুকুল, আওয়ামীলী নেতা দুর্লভ মন্ডল, মো. এরশাদ আলী সূর্য্য।
রিটার্নিং অফিসার গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান জানান, আগামী ৫ মে মনোনয়ন সমুহ বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহণ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।