আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মে মাসের ২৯ তারিখ।নাান জল্পনা কল্পনার অবশেষে ৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২ জন।
চেয়ারম্যাান পদে ৫ জন,পূরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন,ও মহিলা পদে ৩ জন।
তবে অনেকের মূখে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টারের কথা শোনা গেলেও সে নির্বাচন থেকে ছিটকে পড়ছে।
ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধামে অনুষ্ঠিত হবে।
মনোনয়ন কেনা ও জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২ মে বৃহস্পতিবার।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন তপশীল অনুযায়ী ০২ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো।৩ টি পদে মোট ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।তিনি আরও বলেন আগামী ৫ মে যাছাই বাছাই অনুষ্ঠিত হওয়ার পর ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধায্য করা হবে এবং ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন রয়েছে।
নির্বাচনে মনোনয়ন ফরম যাচাই বাচাই ও প্রত্যাহারে জদি কোনো প্রার্থী বাতিল না হয় তাহলে ২৯ মে যে ১২ প্রার্থী ৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হচ্ছেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী(খোকন), উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন (শিকদার), সোনালী ব্যাংক এর সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাহজাহান আলী সোহাগ, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, এস এম ফারুকুজ্জামান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, ও জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম এবং সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হওয়ার লক্ষে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন, গ্রাম গঞ্জে চায়ের দোকান,মাঠে ঘাটে প্রার্থী ও জনগণের মধ্যে বেশ উৎসাহ দেখা দিচ্ছে এবং ভোট কেন্দ্র ভোটাররা আগের মতো স্বাচ্ছন্দ ও আনন্দে উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দমত নিজ প্রার্থীকে ভোট দিবেন বলে মনে করছেন ভোটাররা ও প্রার্থীগণ।