ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা

50
admin
মে ৫, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হলো আজ।নির্বাচনে ১০জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন,সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে জেলা নির্বাচন কমিশনার।

রবিবার(০৫ মে)সকাল ১১টায় লালমনিরহাট জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের হল রুমে প্রার্থী যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।জেলা নির্বাচন কমিশনার লুৎফুল কবীর সরকার এসময় উপস্থিত ছিলেন।লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন তৃত্বীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ০২রা মে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল,চেয়ারম্যান পদে ০২ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ০৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।১০ জন প্রার্থীর কারোই তেমন ত্রুুটি ধরা না পড়ায় সকল মনোনয়ন পত্র বৈধতা পায়।সদর উপজেলার ১০জন প্রার্থীর কেউ ঋনখেলাপী নন এটি একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এবং নতুন প্রার্থী অ্যাডঃ ইকবাল হোসেন মামুনের।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে হৃদয় চন্দ্র বর্মন,হেলাল হোসেন,শিপলু হোসেন, আশরাফ আলী মিঠু,এরশাদুল করিম রাজু, রাকিব হোসেনের।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার লাকী এবং নতুন প্রার্থী ইন্দ্রনী ভট্টাচার্যের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষনা দেওয়া হয়। আগামী ১২ই মে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ ই মে প্রার্থীদের মার্কা বন্ঠন করা হবে বলে জেলা নির্বাচন কমিশনার জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।