ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ দুই ইউপি চেয়ারম্যানের

50
admin
মে ৭, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

 নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘গত ২১ এপ্রিল সদর ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কাজী শাখাওয়াত হোসেন। পরদিন প্যানেল চেয়ারম্যান -১ নূরুল আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।’

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। এ জন্য তারা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।ওই দুই প্রার্থী হলেন নেত্রকোণা জেলার বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেন ও জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল।তারা দুজনই পরপর তিনবার সংশ্লিষ্ট ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।পদত্যাগের পর ওই দুই ইউনিয়নে সদস্য থেকে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা কবির এবং বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বারহাট্টায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মোহনগঞ্জে তৃতীয় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বারহাট্টায় কাজী শাখাওয়াতসহ মোট দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোহনগঞ্জে আমিনুল ইসলাম খান সোহেলসহ মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, ‘গত ২১ এপ্রিল সদর ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কাজী শাখাওয়াত হোসেন। পরদিন প্যানেল চেয়ারম্যান -১ নূরুল আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।’

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, ‘গত ২৯ এপ্রিল সমাজ-সহিলদেও ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আমিনুল ইসলাম খান সোহেল। পরদিন প্যানেল চেয়ারম্যান -১ ফখরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।’

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।