মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি।
জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪ টি কেন্দ্রে কাপ -পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন ১৯ হাজার ৯ শত ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১শত ৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩ শত ৬৩ ভোট।
বুধবার (০৮ মে) সকাল ৮ টা থেকে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, উপজেলায় ৩৯ শতাংশ ভোট পড়েছে।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোঃ জুয়েল আহমেদ ২১ হাজার ৩শত ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে মোঃ আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২শত ৭৯ ভোট।
ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫শত ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭শত ৭৯ ভোট।
জুড়ী উপজেলায় এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিংকু রন্জন দাস, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, তার আপন ভাই ডামি প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলার সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, উপজেলা মৎস্য জীবি লীগের সাবেক সদস্য সচিব রুবেল আহমদ, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, যুবদল নেতা মোয়াজ জাকারিয়া শিবলু,ও ব্যবসায়ী শামীম আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রনজিতা শর্ম্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও শিল্পী বেগম ।