মো. আব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ৬ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
গেল মধ্যরাতে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের বিধিনুযায়ী, জামানত রক্ষায় প্রার্থীদের প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ ভোট বেশি পেতে হয়।জামানত হারানো প্রার্থীরা হলেন কৈ মাছ প্রতীকের গৌছ খান (৫৭৮৮ ভোট), শালিক প্রতীকের শমসাদুুর রহমান রাহিন (২১৫০ ভোট), ঘোড়া প্রতীকের আবদুুল রোশন চেরাগ আলী (১৬৪৪ ভোট), মোটরসাইকেল প্রতীকের মোহাম্মদ আলী এনাম (৯৪১ ভোট), উট প্রতীকের সফিক উদ্দিন (৫১৮ ভোট) ও হেলিকপ্টার প্রতীকের আকদ্দুছ আলী (৪০৩ ভোট), ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকের কাওছার খান (৪৩২৯ ভোট) ও টিয়া পাথি প্রতীকের পার্থ সারথি দাশ পাপ্পু (৩৭১৮ ভোট)।