মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি
ঢাকা -ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা থেকে ভাঙ্গা গামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে নয় বস্তা অবৈধ পলিথিন জব্দ করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুল আল রশিদ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়ন্ত ও এএসআই পরিতোষের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে স্বাধীন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাদা তাঁবু দিয়ে মোড়ানো বস্তা মধ্যে অবৈধ পলিথিন জব্দ করে । পরে জব্দ কৃত পলিথিন
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, বি এম কুদরত এ-খুদা এর নেতৃত্বে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল রাবেয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলার পুকুরে পাড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে।
এ বিষয় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, বি এম কুদরত এ-খুদা,জানান,দুপুরে অভিযান চালিয়ে ৯বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।