আবদুল মান্নান তামিম,স্টাফ রিপোর্টার
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে তজুমদ্দিনে প্রতীক বরাদ্দের পর পরই প্রচারণার মাঠে নেমেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
এতে করে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। সোমবার (১৩ মে) তজুমদ্দিন উপজেলার ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন। প্রার্থীরা পছন্দের প্রতীক পেয়েই ভোটযুদ্ধে নেমে পড়েছেন।
শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোলাকুলি-কুশল বিনিময় করছেন। খোঁজ-খবর নিচ্ছেন। ভোটারদের কাছে প্রতীকে ভোট চাচ্ছেন। চলছে উঠান বৈঠক সহ পাল্টাপাল্টি সভা -সমাবেশ। মাইক নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে গানে গানে ভোট চাইছেন প্রার্থীরা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তজুমদ্দিন উপজেলায় ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ভোট লড়বেন ৪ জন। মোশারেফ হোসেন দুলাল ‘দোয়াত কলম’প্রতীক, ফজলুল হক দেওয়ান ‘আনারস’ প্রতীক, ফখরুল আলম জাহাঙ্গীর ‘মোটরসাইকেল’ প্রতীক, রেজাউল করিম ‘কাপ-ফ্রিজ’ প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৪ জন।
মহিউদ্দিন পোদ্দার ‘তালা’ প্রতীক। আমিনুল ইসলাম ‘চশমা’প্রতীক। হাসনাইন সোহেল ‘উড়োজাহাজ’ প্রতীক। আলাউদ্দিন ফরাজী ‘টিউবওয়েল’ প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন। কোহিনুর বেগম শিলা ‘ফুটবল’ প্রতীক। ফাতেমা বেগম সাজু ‘কলস’ প্রতীক। কয়েফুল বেগম ‘হাঁস’ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে ভোট দিবেন ভোটাররা।