মোঃ মিস্টার ইসলাম স্টাফ রিপোর্টার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয় নিয়ে ঘরে ফিরতে মরিয়া হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বীপ্রার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
বিরল উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৩টি পদে ০৯ জন প্রতিদ্বন্দ্বীপ্রার্থী লড়ছেন ভোটের ময়দানে। নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বীপ্রার্থী হয়েছেন ০৩ জন করে। প্রার্থীরা নিজ নিজ পক্ষে প্রচারণার মাঠে ভোট কামনা শেষে এখন ভোটারদের সমর্থনের অপেক্ষা করছেন।
তবে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে এবার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় (মোটর সাইকেল) ও জাতীয় পার্টি’র সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট. সূধীর চন্দ্র শীল (দোয়াত কলম) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ০৫নং বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম (টিউবওয়েল), ০৪নং শহরগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোমেন তোফা (মাইক) ও আওয়ামী লীগের কাঞ্চনঘাট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন টানা দ্বিতীয় মেয়াদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল), উপজেলা আওয়ামী মহিলা লীগের দপ্তর সম্পাদক সুলতানা ইয়াসমিন রুমন (ফুটবল), ও ১০নং রানীপুকুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য তছলিমা বেগম (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম জানান, মোট ৮১টি কেন্দ্রে ৬০৯টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
উপজেলায় পুরুষ ১ লক্ষ ১১ হাজার ৯৪৭ ও নারী ১ লক্ষ ৭ হাজার ৫৩৬ জন’সহ মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮৩ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে।