মোঃ সোহেল মিয়া স্টাফরিপোর্টার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ১০১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ৪৪ হাজার ৯০৪ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে মঈনুজ্জামান অপু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আকবর দোয়াত-কলম প্রতীকে ১৯ হাজার ৯৫৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ৪৩ হাজার ৪৬৩ ভোট পেয়ে চশমা প্রতীকে বদরুল আলম নাঈম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম শিকদার তালা প্রতীকে ২৯ হাজার ৪৮০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বার জয়ী হয়েছেন ৩৮ হাজার ৭৩৫ ভোট পেয়ে কলস প্রতীকে সাথী বেগম তার নিকতম প্রতিদ্বন্ধী রোকসানা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৬৩৮ ভোট। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি ভাবে এফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান। কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে এই পর্যন্ত কোন প্রার্থীই দ্বিতীয় বার নির্বাচিত হয়নি। সকল ধাপেই ছিলো নতুন মুখ। এবারই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন কলস প্রতীকে সাথী বেগম।