ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সদরে বিভিন্ন পেশাজীবিদের সাথে সদর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

50
admin
জুন ৩, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

জামালপুর সদর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি’র সাথে সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, গণমাধ্যম কর্মী ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা ৩ জুন সোমবার উপজেলার স্থানীয় হলরুমে অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার, সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুর রহমান ও সদর উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব আ: জলিল ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি হায়দার আলী চেয়ারম্যান প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল, তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান এম এ, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, বিভিন্ন ইউনিয়নের সচিবগন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, দৈনিক লাখোকন্ঠ’র জামালপুর প্রতিনিধি এম এ জলিল আকন্দ শশী, দৈনিক আজকের জামালপুরের স্টাফ রিপোর্টার এম এ রফিকসহ অন্যান্যরা। নবাগত ইউএনও জিন্নাত শহীদ পিংকি তার বক্তব্যে বলেন, এ উপজেলার সকল শ্রেনি পেশার মানুষের উন্নয়নে আমি নিবেদিত প্রান, আমি সব সময় আপনাদের পাশে আছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, জামালপুরের নবাগত ইউএনও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান।

উক্ত সভায় বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ এনজিও প্রতিনিধিগন সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।