ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে জনপ্রতিনিধি ও নাগরিক নেতাদের মতবিনিময়

50
admin
জুন ৩, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

রংপুরে বেসরকারী উন্নয়ন সংগঠন রুপান্তরের আয়োজনে জনপ্রতিনিধি ও নাগরিক নেতাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তরের আয়োজনে ও ইউএসএআইডি-আইআরআই এর সহযোগিতায় সোমবার (৩ জুন) সকালে রংপুর মহানগরীর চেকপোষ্ট রোডস্থ এনজিও ফোরামের প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, আমন্ত্রিত অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, আফরোজা খাতুন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার সীমু।

অধ্যাপক শাহ আলম ও অধ্যাপক রুম্মান জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুক্ত আলোচনা পর্বে স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, মাহফুজ আলম প্রিন্স, আয়েশা সিদ্দিকা, তৌহিদুল ইসলাম বাবলা, আফরোজা রহমান, নিশাত আরা, ফরহাদ ঊজ্জামান ফারুক, আসিফ আহমেদ, রীতা সরকার, সাইদুজ্জামান বাপ্পী, মোঃ মঈনউদ্দীন শাহ, বেগম খালেদা ইয়াসমিন, তৌফিক হাসান, আশরাফুদ্দীন বাবলু, রত্না পারভীন প্রমূখ।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিক নেতা, যুব নেতা, সাংবাদিক, শিক্ষক ও উদ্যোক্তা প্রতিনিধিরা রংপুরের স্থানীয় সমস্যা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। উপস্থিত জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা সমস্যা সমূহ সমাধানের পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।