ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিন উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই 

50
admin
জুন ৫, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল মান্নান তামিম, স্টাফ রির্পোটার

ভোলার তজুমদ্দিনে তৃতীয় ধাপে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দুই প্রার্থীই চষে বেড়াচ্ছেন হাট- বাজার, পাড়া-মহল্লার অলিগলি। দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে। চালাচ্ছেন পাল্টাপাল্টি মিছিল, সভা, সমাবেশ। চাইছেন পরিবার,আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও ভোটারদের ভোট। আর মুরব্বিদের দোয়া-আশীর্বাদ। তবে এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দী প্রার্থীরা। তবে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এই নিয়ে বিভিন্ন হাট -বাজার চায়ের স্টল, বৈঠক খানাসহ সর্বত্রই চলছে জনমনে আলোচনা। কারণ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই অনেকে মনে করছেন, চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনই আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। সাধারণ ভোটারেরা মনে করেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রার্থীর মধ্যে একজন উপজেলা পরিষদের ২ বারের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল (দোয়াত-কলম প্রতীকে) অপরজন ১ বারের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক দেওয়ান (আনারস প্রতীকে)।

জানা যায়, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৪ জন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৩ প্রার্থী। সুষ্ঠু নির্বাচনে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে (আনারস প্রতীক) ও ( দোয়াত-কলম) প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শত ৮৮ জন। পুরুষ ৫৩ হাজার ৭ শত ৪০ জন। নারী ৪৯ হাজার ৬ শত ৪৮ জন। ৯ জুন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।