মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি সানন্দবাড়ী কলেজ ক্যাম্পাসের মসজিদ নির্মাণ হিসেবে ১ম তলার ছাদ ঢালাইকাজ বুধবার (৫ জুন) সকালে সানন্দবাড়ি কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ও সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের দোয়া-মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উদ্ধোধন হয়েছে।
এময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি লুৎফর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা,ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জামাত আলী, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, সানন্দবাড়ি কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ, ফতেহুল বারী আখন্দ, মুজিবুর রহমান, ইউপি সদস্য শাহ আলম আকন্দ, রফিকুল ইসলাম, বাবুল আক্তার, সাবেক সার্জেন্টে মোজাম্মেল হকসহ কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা ও এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ক’জন জানায়, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টা ও একনিষ্ঠতায় সানন্দবাড়ী কলেজে দ্বিতল মসজিদটি ক্রমান্বয়ে নিচের কাজ শেষ হয়ে অল্প ক’দিনের মধ্যে ছাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হবে।
উদ্ধোধনপূর্ব সংক্ষিপ্ত আলোচনায়, মসজিদের সভাপতি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলন, মসজিদের এপর্যন্ত যা কাজ হয়েছে তার জন্য আমরা আল্লাহর সাহায্য কামনা করছি। মসজিদ মানে আল্লাহ পাকের পবিত্র ঘর। আল্লাহ’র ঘর নির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন হয়। তিনি সকলের কাছে মসজিদ সংস্কার কাজে সহযোগিতার আহবান জানান।