রংপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (৬ জুন) রংপুর কারমাইকেল কলেজে দ্বিবার্ষিক শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। জানা যায়, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব দিলীপ কুমার রায় ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: মামুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: আব্দুল কুদ্দুস সরকার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: সিরাজুল ইসলাম এবং অর্থ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো: আব্দুল লতিফ এবং ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মো: রবিউল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায়,অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা: ইসমত আরা বেগমের নেতৃত্বে তিনজন নির্বাচন কমিশনার যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোছা: রাবেয়া বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: জাহাঙ্গীর আলম ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো: মিজানুর রহমান নির্বাচনী দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে বিজয়ী কর্মকর্তাগণ আগামীদিনের কারমাইকেল কলেজকে পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব, গতিশীল ও ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কলেজ প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশা করছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জনাব মোঃ রোজাইন।