ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

এবার গাজীপুর ও সাভারে যাত্রীবাহী বাসে আগুন

50
admin
অক্টোবর ২৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

গাজীপুর ও সাভারে যাত্রীবাহী দুইটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুই জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত নয়টার দিকে দেওলিয়াবাড়ি আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটির ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলে। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, রাত সাড়ে ৯টার দিকে রাস্তার পাশে পার্কিং করে রাখা যাদুরচর এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন মৌমিতা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমরা ঘটনাস্থলে আছি এবং বিষয়টি তদন্ত করছি। এ ঘটনায় মামলা দায়ের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাসে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে শনিবার বিকেল ও সন্ধ্যায় রাজধানী ঢাকার কয়েকটি স্থানে অন্তত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ-জামায়াতের মিছিলে পুলিশের লাঠি চার্জ

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।