ডেস্ক রিপোর্ট
বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধে বিশেষ নিরাপত্তায় চলবে ট্রেন। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৩০ আক্টোবর) রেলওয়ে সূত্রে এ তথ্য জানা যায়।
তিনি বলেন, অবরোধে ট্রেনের কোনো সময়সূচি পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, মঙ্গলবার থেকে টানা ৩ দিন সারাদেশে সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে মালিক-চালকদের অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃবেলজিয়াম সফরের বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন
মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় (২৯ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে বলে ঘোষণা করা হয়।