ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। কে-বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা বলতে পারছে না পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দত্ত জানান, যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বাসটিতে আগুন কারা দিয়েছে এখনও জানা যায়নি। দুর্বৃত্তদের আইনের আওতায় অবশ্যই আনা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে নয়টায় বাসে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। এ সময় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, খালি বাসে কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি সাধারণ মানুষ।
এদিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা। ৩১ অক্টোবরের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করেই বিএনপি বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ তাদের।
এর আগে গাজীপুরে যাত্রীবাহী দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন ও শ্রীপুর উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।