নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ইপিজেড ও পতেঙ্গা থানার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে দেশব্যাপী ক্রিকেটার্স হান্টের ফরম বিতরণ ও জার্সি বিবরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন স্কুলে চট্টগ্রাম আসওয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমি উদ্যোগে ও এনএইচটি স্পোটিং ক্লাব / টার্গেট ফিটনেস জিমের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন স্কুল থেকে উত্তীর্ণ খেলোয়াড়রা হলো, মমতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া, নিশা, রুকাইয়া, সুমাইয়া, নিলামনি, সালমা, জান্নাতুল নাইম, রনি,শাহাদাত, নাহিদ, মারুফ, জয়, ফয়সাল, ইমরান, ফারুক। ইসমাইল সুকানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আমেনা, শ্রুতি , অঙ্কুশ ও আরাফাত।
সাইট পাড়া পাবলিক স্কুলের শিক্ষার্থী ফারিয়া, সাইমা,ইফতিমা,জান্নাত, নিধি, শাহাদাত ও সজিব। চট্টগ্রাম বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জোহরা, সুমাইয়া শারমিন, ফারুক, সিয়াম, শিহাব ও সায়ন। প্রভাতী আদর্শ কেজি স্কুলের শিক্ষার্থী আবদুল্লাহ ও হোসাইন। দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর রোহান, সোহান, সাইফান,সাকিব ও আলিফ সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হোসেন,সাজিদ,নাইম, ঋষভ দাশ, সোপাক রঞ্জন বড়ুয়া, রিপাত ও ওয়েটিং – আরিফুল ইসলাম। গ্রিন বেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী রাকিবুল ইসলাম খোকা, জীবন,রাব্বি, নাগর, রাজিব , ওয়েটিং – রাতুল। পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বিজয়,সামির, ইমরান, নকিব, ইরফান, রবিন, জিহাদ, আদিল, মিশকাত, পথিক দাস,লিমন, বাদশা, তাহমিদ, রাহাত ও রাজিব।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দেশব্যাপী ক্রিকেটার্স হান্ট ও প্রমিলা ক্রিকেটারের খুঁজে চট্টগ্রাম প্রধান নির্বাহী সাইফুল্লাহ চৌধুরী ও হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, সহকারী কোচ মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক,এসআর ফাহিম, পারভেজ মাহমুদ , শান্ত প্রমুখ।
প্রধান কোচ শাহরিয়ার বিন রুবেল বলেন, মাদক নয় স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে,বর্তমানে বাংলাদেশে ক্রিকেট খেলা হচ্ছে একটি আন্তর্জাতিক খেলা, বাংলাদেশের অনেক স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে,যেসকল স্কুল কলেজগুলোতে ক্রিকেট খেলার মেধাবী ছাত্রছাত্রী আছে, যারা সুযোগ সুবিধা পাচ্ছে না খেলার জন্য এসব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই প্রচেষ্টা। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, ক্রিকেটার্স হান্টের কার্যক্রম অব্যহিত থাকবে।
Leave a Reply