আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেছছরা ইউনিয়নে গছিডাঙ্গা আড়ায়েরকুটি গ্রামে।ঘটনাটি ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে রোজেন ইসলামকে হত্যা করার জন্য লোক ভাড়া করে আপন বড় ভাই তারিকুল ইসলাম জীবন (২৮)।
ভুক্তভোগী রোজেন ও থানায় অভিযোগ সূত্রে জানা যায় তার আপন বড় ভাই তার ভাগের অংশ পৈত্রিক সম্পত্তি বিক্রি করে অনেক আগে ঢাকায় চলে যায়।ঢাকায় যাওয়ার পর থেকেই আমার নামীয় জমি আমার কাছে নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে। সেই সূত্রে আমার বড় ভাই জীবনও আমার এলাকার করিম উদ্দিনের ছেলে পাকু মিয়া (৩৫),আল আনিন (২৬), সাথে পারিবারিক বিভিন্ন বিষয় ও জায়গা জমির নিয়ে ঝগড়া বিবাদ মনোমালিন্য দীর্ঘদিন থেকে চলে আসতেছে।
বিবাদীরা প্রায় সময় পায়ে পাড়া দিয়ে ঝগড়ার বিবাদ সৃষ্টি করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি সোটা দিয়ে মারপিট করার ভয় ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে। ইতিপূর্বে আমার ভাই জীবন আমাকে সামান্য বিষয় নিয়ে মারপিট করে এবং আমার নিকট ঘরবাড়ি ও জায়গা জমি দখল করিয়া নিতে চায়।আরো বলেন আমার ঘর বাড়ি ভাঙচুর করিয়া গ্রাম হইতে তাড়ায় দিবে এবং আমার ঘরবাড়ি ও জায়গা জমি দখল করে তার নিজের নামে দলিল করিয়া না দিলে আমাকে যেখানে সেখানে মারপিট সহ বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়।
ভুক্তভোগী রোজেন অভিযোগে আরও বলেন ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আসে আমার বড় ভাই তারিকুল ইসলাম জীবন,সাথে আরও এরশাদ (৪৭) নামে একজনকে ঢাকা থেকে নিয়ে আসে এবং এলাকায় এসে পাকু ও আল আমিনসহ আরও কয়েকজন টাকা দিয়ে ভাড়া করে আমার বাড়িতে এসে আমাকে অক্ষত ভাষায় গালিগালাজ করে।গালিগালাজের এক পর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে বের করে এনে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।পরে আমি চিল্লাচিল্লি করিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে এবং হামলা কারীরা আমাকে খুন জখম করিয়া আমার লাশ ঘুম করবে বলে হুমকি দেয়।
পরে আমিও স্থানীয় লোকজন সহ এরশাদ হোসেন ও পাকু মিয়াকে ঘরের ভিতরে রেখে তালাবদ্ধ করে রাখি।পরে ভূরুঙ্গামারী থানায় উপরোক্ত ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ করলে পুলিশ এসে দুজনকে আটক করে ১২ সেপ্টেম্বর সন্ধা সাতটায়।
ঘটনাস্থল থেকে আলামিন ও আমার ভাই জীবনসহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।পরে ১৩ সেপ্টেম্বর আমার বড় ভাই জীবনকে আমার এলাকার চানমিয়ার দোকানের সামন থেকে রাত ৮ টার দিকে পুলিশ আটক করে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীকে আটককৃত এরশাদ তার শরিরে বিভিন্ন অংশে আঘাতের চিন্হ দেখিয়ে তিনি বলেন আমাকে গণ ধোলাই দিয়েছে এবং রোজেনকে হত্যা করার পরিকল্পনার বিষয় জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আমাকে রোজেনের বড় ভাই জীবন ভাড়া করে আনছে রোজেনকে হত্যা করার জন্য।
তার সাথে আরও কেউ আছে কিনা তিনি বলেন রোজেনের ভাই জীবন ও এখানকার স্থানীয় পাকু,আল আমিনসহ স্থানীয় কয়েকজন আছে আমি তাদের নাম জানিনা।আটককৃত এরশাদ ঢাকা বোড বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা বলেন আমরা অর্ধেক রাতে চিল্লা চিল্লি শুনে ঘটনা স্থলে গিয়ে দেখি রোজেনকে হুমকি দিচ্ছে ঢাকা থেকে আসা ব্যাক্তি পাকু আল আমিনসহ কয়েকজন।তারপর ঢাকা থেকে যে এসেছে তার মুখে শুনি তাকে জীবন ভাড়া করে আনছে রোজেনকে হত্যা করার জন্য।
পরে আমরা স্থানীয়রা ২ জনকে ঘরের ভিতরে আটক করে রাখি। ভূরুঙ্গামারী থানার এস আই শরিফ উদ্দিন ঘটনার বিষয়ে বলেন রোজেন থানায় একটি মামলা করেন সেই মামলায় প্রথমে ২ জনকে আটক করি এবং পরে মুল যে পরিকল্পনাকারী জীবন তাকেও পরের দিন আটক করতে আমরা সক্ষম হই।তার কাছে মামলার বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন মামলা বিষয়ে তদন্ত চলছে এর বাহিরে আপাতত কিছু বলতে পাচ্ছি না।
ভূরুঙ্গামারী থানার ওসি ছুটিতে থাকায় দায়িত্বে থাকে থানার তদন্ত অফিসার আব্দুল্লা আল মামুনকে এ বিষয়ে জানতে চেয়ে ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেনি।