ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কবিতা।।বিবাহিত ব্যাচেলর।।কবি মুক্তা পারভীন

50
admin
অক্টোবর ৫, ২০২৪ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিবাহিত ব্যাচেলর
মুক্তা পারভীন

আমি তো এক বিবাহিত ব্যাচেলর
বাস এ-ই শহরে
বছর দশেক সংসার ছাড়া
চোখের পানি ঝরে।

নিজের হাতে সব কর্ম
একই হাতে বাজার
নিত্য দিনের কষ্ট সইছি
জোটাতে সবার আহার।

ইট পাথরের মতোই আজ
মনটা ভীষণ কঠিন
হারিয়ে গেছে স্বপ্ন গুলো
যা ছিল রঙিন।

স্ত্রী সন্তান পিতা মাতা
সব ছেড়েছি আমি
তাদের চেয়েও চাকরিটা যে
অনেক বেশি দামী।

মাঝে মাঝে প্রিয়জনদের
মুখটাও ভুলে যাই
অবিচল তবুও নিজ দায়িত্বে
ব্যাচেলর আমি তাই।

 

মুক্তা পারভীন (কবি, গীতিকার ও বাচিক শিল্পী) বর্তমান সময়ে একটি সুপরিচিত নাম।
পিতাঃ- হাজী মোঃ রমজান আলী মাদবর, সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগরাকান্দা গ্রামে জন্মগ্রহন করেন। দীর্ঘ পঁচিশ বছর শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। সাহিত্য, সমাজ সেবা, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে রয়েছে সৃষ্টিশীল পদচারণা। দুটো একক কাব্যগ্রন্থ সহ যৌথ সম্পাদনায় বেশ কিছু বই প্রকাশিত হয়। ২০২৪ এর অমর একুশে বই মেলায় প্রকাশিত বই “এমন তো কথা ছিল না ” ব্যাপক জনপ্রিয়তা পায়। লেখালেখির কারণে বিভিন্ন সময়ে অসংখ্য পুরস্কার প্রাপ্ত হন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।