ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট সরকারি গুদাম হতে খোয়া যাওয়া চালের ৬০০ বস্তা উদ্ধার

50
admin
অক্টোবর ৫, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ খাদ্য গুদাম হতে খোয়া যাওয়া সরকারি চালের ৬০০বস্তা চাল ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ উপজেলার শুকানদীঘী বাজারের একরামুল হকের গোডাউনে তল্লাশী চালিয়ে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়,কালীগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি খাদ্য গোডাউনের পরিদর্শক ফেরদৌস আলম গোপনে গোডাউন থেকে প্রায় ৪ কোটি টাকার চাল সরান,বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে গোডাউন থেকে চাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তারা ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন।পরবর্তীতে চাল উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিয়ান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কালিগঞ্জ উপজেলার সুকানদীঘী বাজারের পূর্ব পার্শ্বে ইকরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক জানান, ভোটমারি খাদ্য গোডাউনের কর্মকর্তা ফেরদৌস আলম বৃহস্পতিবার চার থেকে পাঁচটা গাড়ি দিয়ে গোডাউন থেকে সরকারি চাল বের করেন, এমন খবর পেয়ে আমরা গোডাউনে গিয়ে এর সত্যতা পাই,ফেরদৌস আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।কালিগঞ্জ থানায় এসংক্রান্ত সাধারণ ডাইরি করা হয়েছে।

আজ কিছু চাল উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান,বৃহস্পতিবার রাতে খবর পাই ভোটমারী এলএসডি গোডাউন থেকে কিছু চালের বস্তা খোয়া গিয়েছে,পরে সেই বস্তাগুলো উদ্ধারের জন্য অভিযান চালানো হয়।শুক্রবার একরামুলের হকের গোডাউন থেকে ৬০০ বস্তা প্রায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গোডাউন মালিক একরামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।