নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মালিকবিহীন ১২১টি ভারতীয় কম্বল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক যায়নি। চোরাইপথে আসা উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।
তিনি জানান, গত ১৮ নভেম্বর (সোমবার) দিনগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা সেনা ক্যাম্প কর্তৃক উপজেলার চকপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বাড়িটি তল্লাশিকালে ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
চোরাই পথে আনা উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।