- মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কের মানরা এলাকা থেকে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলের হারিয়ে যাওয়া শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মানিকগঞ্জ থানাধীন মানোরা এলাকায় বন বিভাগের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ঢালে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
অস্ত্রটি ১২ বোর সচল শর্টগান, কাঠের বাট সহ ব্যারেল পর্যন্ত লম্বা ৩৪.৫ ইঞ্চি, অস্ত্রের গায়ে ইংরেজিতে Daglioglu Silah. 16 F.D 63, Made in SANLIURFA/ TURKEY লেখাসহ একটি খালি ম্যাগজিন সংযুক্ত আছে। উল্লেখ্য,গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর এই শর্টগান দিয়েই হামলা করে আপেল বাহিনী।পরবর্তীতে ছাত্রজনতার ধাওয়ায় শর্টগান রেখেই পালিয়ে যান আপেল ও তার বাহিনী।এই ঘটনার ঠিক ২ মাস পর শর্টগান উদ্ধার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।