মিজানুর রহমানঃ
লালমনিরহাটে খাদ্য গুদাম হতে ৩ কোটি টাকার চাল গায়েবের প্রধান অভিযুক্ত, ভোটমারী খাদ্য গুদাম কর্মকর্তা ফেরদৌসি আলম কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ই অক্টোবর) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্ত এলাকা থেকে ফেরদৌসি আলম কে গ্রেফতার করে পুলিশ। ভোটমারী খাদ্য গুদাম হতে চাল গায়েবের ঘটনায় কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক থানায় একটি এজাহার দায়ের করেন,এই ঘটনায় ০৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদাম হতে গত বৃহস্পতিবার ভোর রাতে ২৫টি ট্রলি যোগে ২৫০ টন চাল সরান ফেরদৌস আলম,বিষয়টি জানাজানি হলে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গুদাম সিলগালা করেন।শুক্রবার দুপুরে সুকান দিঘী এলাকার একরামুলের চালের গোডাউন থেকে ৬০০বস্তা চাল উদ্ধার করে পুলিশ,শুক্রবার রাতে তুষভান্ডার এলাকার রওশন ফিলিং ষ্টেশন পাশে একটি ট্রাকে ৫৪ মেট্রিকটন চাল পাচার কালে এলাকা বাসী চাল আটক করে,উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এসে সেই চাল জব্দ করে, ঐ রাতে অভিযান চালিয়ে আরো ২৪ টন চাল একটি ট্রাক থেকে উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান,ভোটমারী খাদ্যগুদাম হতে ২৫০ টন চাল খোয়া গিয়েছে,যার মুল্য তিন কোটি টাকা।ইতিমধ্যে কালীগঞ্জ থানায় গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে দুদক এবং বিভাগীয় মামলা করা হবে।পাচারকৃত চাল যাদের গোডাউনে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।