আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
লাল সবুজ পতাকায় আজও তাদের স্বপ্ন উড়ে, শ্রদ্ধাভরে স্মরণ করে এক রক্তেভেজা মানচিত্র, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবেই পরিচিতি পচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি।এই দিনে কারাগারে অন্ধকারে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. জান্নাত আরা তালুকদার হেনরীর আয়োজনে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা নভেম্বর) বাদ আছর সিরাজগঞ্জ শহরস্থ চৌরাস্তা জামে মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে, উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু,সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন,সাবেক সেচ্ছাসেবক লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক লিটন হোসেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষায়ক সম্পাদক জুয়েল রানা বিজয়,ঢাকা উওর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলহাস সরকার,মোতাহার হোসেন যুব পরিষদ এর সভাপতি মকবুল হোসেন মুকুল,সেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সিরাজগঞ্জ সরকারি কলেজের যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক জিম আহামেদ আকাশ ছাত্রনেতা জুয়েল রানা বিজয় সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, পরে দোয়া মাহফিল শেষে রিক্সা শ্রমিকদের মাঝে খাবার বিতরন করা হয়।