আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্র দলটি প্রতিষ্ঠাতা করেন জিয়াউর রহমান ২৭ অক্টোবর ১৯৭৮ সালে।সে সময় থেকে অক্টোবরের ২৭ তারিখ সংগঠনটির জন্মদিন পালন করেন যুবদল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।জন্মদিনে জাতীয় ও দলীয় পতাকা, কেক কাটা,আনন্দ র্যালি,ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,বিনা মূল্য ওষুধ বিতরণ, মিষ্টি মুখ করাসহ বিভিন্ন আয়োজন করে থাকেন দলটি।
তারি ধারাবাহিকতায় আজ ২৭ অক্টোবর (রোববার) সকাল ১০ টায় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের দলিয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়।এ সময় উপজেলা যুবদলের আহবায়ক মো: রফিকুল ইসলাম (শান্ত) সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন (বাবু)সহ বিভিন্ন ওয়াড ইউনিয় ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিনা মূল্য ওষুধসহ বিভিন্ন সেবা নিতে আসে স্থানীয় সাধারণ জনগণ।