মিজানুর রহমানঃ
রংপুর র্যাব-১৩ মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৩১১ বোতল ফেন্সিডিল সহ ০৪ জন শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
রংপুর র্র্যাব- ১৩ মাদক বিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা করে ০৫ অক্টোবর রাতে লালমনিরহাট জেলার কালিগন্জ উপজেলায় ১০৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে,এসময় ১|জরিনা বেগম (৪২) স্বামীঃ মৃত হাসান আলী,২|আসাদুজ্জামান (৪০)পিতাঃমৃত জমসেদ আলী দ্বয় কে গ্রেফতার করা হয়।০৫ অক্টোবর রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন জামালপুর গ্রাম থেকে ৯৭ বোতল ফেন্সিডিল সহ ৩আসামী ফয়জার রহমান (৪৪)পিতাঃমৃত ইরফান আলী কে গ্রেফতার করে র্র্যাব, ০৬ অক্টোবর দুপুরে গাইবান্ধা জেলার সদর থানাধীন কুঠিপাড়া গ্রামের ৪|
আসামী মীম (২০)পিতাঃ মন্জুর রহমান এর বসত বাড়ী তল্লাশী করে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে র্র্যাব-১৩ রংপুর।আসামীদের স্ব স্ব থানায় সোপর্দ করা হয়েছে। রংপুর র্র্যাব -১৩ এর মিডিয়া প্রধান সিনিয়র এএসপি সালমান নুর স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বিষয়টি নিশ্চিত করা হয়।