মোহাম্মদ ইমাম হাসান (সোহান), ধনবাড়ী, টাঙ্গাইল
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আমন ব্রি ধান ৯৩ ,৯৫ এবং ১০৩ জাতের ফসল কর্তন উদ্ভোধন করা হয় । এই জাতের ধানের বৈশিষ্ট্য হলো সময় কম লাগে এবং ফলন বেশি । ফলে বছরে জমিতে তিন ফসল করা যায় অনায়াসে । আমন ধান ফলানোর পর সরিষা চাষ করে আবার বুরো ধান চাষ করা যায় । এই জাতের ধানগুলো কৃষকের মাঝে পরিচিত করানোর জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগ এর আমন ব্রি ধান ৯৩,৯৫ এবং ১০৩ জাতের ফসল কর্তন ও কৃষক সমাবেশ এ প্রধান অতিথি মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব ওয়াহিদা আক্তার । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা , কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তারা , ধনবাড়ী উপজেলার মাননীয় চেয়ারম্যান মহদোয় , উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ এবং ছাত্রলীগের সকল নেতাকর্মী এবং স্হানীয় কৃষকেরা । অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব ওয়াহিদা আক্তার বলেন কৃষির সাথে সম্পৃক্ত মহিলাদের বিশ্ব ব্যাংকের বরাদ্দকৃত আধুনিক কৃষি যন্ত্রপাতির শতকরা ত্রিশ ভাগ বন্টন করবেন। তিনি মহিলাদের কৃষির সাথে উৎসাহের সহিত সম্পৃক্ত হতে আহ্বান জানান । অনুষ্ঠানে মাননীয় কৃষি মন্ত্রী বলেন সরকার কৃষকের মাঝে উন্নত প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করে সর্বোচ্চ ফলন ফলাতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখছে । খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা আমাদের ধরে রাখতে হবে । আমন ব্রি ধান ৯৩,৯৫এবং১০৩ এর ফলন দেখে উনি ধান গবেষণা এবং কৃষি বিভাগের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন । কৃষকদের তিন আহ্বান জানান এই সকল উন্নত জাতের ধান চাষ করে দেশকে আরো সমৃদ্ধ করতে ।