ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কেউ গুজব ছড়ালে ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক

50
admin
অক্টোবর ৯, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

কোনো কিছু নিয়ে কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনো গুজব যেন আমাদের পূজা উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র‌্যাব সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। দুষ্কৃতকারীরা সুযোগ পাবে না। এরই মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।

শহিদুর রহমান বলেন, এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র‌্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এবারের পরিবেশ আগের চেয়ে ভালো হবে।

তিনি বলেন, পূজা উপলক্ষ্যে গত ১ অক্টোবর থেকে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স মোতায়েন রয়েছে। অন্যান্য বারের চেয়েও এবার পূজা অত্যন্ত ভালোভাবে উদযাপন হবে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।