ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

50
admin
অক্টোবর ১০, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা

ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল অদুদ সেলিম হাওলাদার ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার এর স্বামী এফজাল হোসেন সোহেলকে একটি বৈধ অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে বাড়ি থেকে আটক করা হয়।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেলিম হাওলাদার ৫ নম্বর ওয়ার্ডের মো. কাদের হাওলাদারের ছেলে এবং সোহেল ৩ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মিয়ার ছেলে।

জানা গেছে, ১৯৯২ সালে সেলিম হাওলাদারকে একটি পিস্তলের লাইসেন্স দেয়া হয়। সরকার পতনের আগে ও পরে তিনি সেই পিস্তল দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।

এছাড়াও এলাকায় জমি দখল, দোকানঘর দখল এবং চাঁদাবাজিসহ তাদের দু’জনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সেলিম হাওলাদারের ছেলে শামীম ওরফে বোমা শামীম এলাকায় একাধিক নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বৈধ অস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার কারনে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।

এছাড়াও এফজাল হোসেন সোহেল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। এসবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।