ইয়াসিন আরাফাত জাবের, রাঙ্গাবালী
পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ, শিশু খাদ্য ও পানি বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গাবালীর প্রধান সড়কের পাশে বন গবেষণা কেন্দ্রে এ আয়োজন করা হয়।
এতে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি মানুষ সেবা গ্রহণ করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. নিয়াজ আকন এর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি বলেন, ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে জালেম আওয়ামীলীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গনতন্ত্র ফিরে এসেছে।
এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিদুল ইসলাম সেলিম মুন্সি, যুগ্ম সম্পাদক খোকা মৃধা, আনোয়ার হাওলাদার, আব্বাস হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।