ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা সম্পন্ন

50
admin
অক্টোবর ২৭, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

পবিত্র আল-কোরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মত অনুষ্ঠিত হল আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় দোয়ার মাধ্যমে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবিলিল্লাহ্ প্রজেক্টের (লালটেক) সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এ প্রতিযোগিতায় সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার ২০টি হাফেজিয়া মাদ্রাসার ১৮৫জন শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতার শুরুতেই দোয়া পরিচালনা করেন কামালবাজার ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাওলানা একেএম মনোওর আলী।

তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আজম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা পর্ষদের উপদেষ্টা হাফেজ আব্দুল কাদির, আব্দুল হামিদ, আকলিছ আলী, হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুক আহমদ, কামাল বাজার ইসলামী ব্যাংক আউটলেটের কর্মকর্তা আনোয়ার হোসেন, কামালবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মো. রেদওয়ান হোসেন, অলংকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, সাবিলিল্লাহ্ প্রজেক্টের অন্যতম সদস্য খায়রুল আমিন, নুরুজ্জামান, মনসুর আলী, আহমদ আলী, বুরহান উদ্দিন, ইউসুফ আলী, হোসেন আহমদ, সুলতান আহমদ, দিলওয়ার হোসেন, মাসুদ মিন্টু, আলী আহবাব মাছুমসহ প্রতিযোগিদের অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিন গ্রুপে ৩৯ জন বিজয়ী প্রতিযোগীকে লাখ টাকার পুরুস্কারসহ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করবে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলী প্রতিষ্ঠিত সাবিলিল্লাহ্ প্রজেক্ট। পাশাপাশি অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগীকেও পুরুষ্কৃত করা হবে জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।