আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
“যুব শক্তি এগিয়ে চলো, কর্মসংস্থানের দ্বার খুলো, মাদক মুক্ত সমাজ গড়ো” এ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়া জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলিফ লাম মীম নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
৩০ মার্চ রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনের নিজ উদ্যোগে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় তার বাসভবনে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার বেকারত্ব দূর করার জন্য বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, বিভিন্ন দেশের ভাষা প্রশিক্ষন, ড্রাইভিং প্রশিক্ষণ, নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণসহ বিভিন্ন প্রযুক্তিকর্মের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠানটির গড়ে তোলার মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, আলিফ লাম মীম ট্রেডিং সেন্টার এর সভাপতি আছমা সিদ্দিকী সূবর্না, মোড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি,যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাছুম মেম্বার, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া, প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি জিজান মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব, আলিফ লাম মীম ট্রেডিং সেন্টার এর প্রশিক্ষক আশিক ইবনে ফারুক, রায়হান শুভ, দেওয়ান মেহেদী, আপিয়া সুলতানা,হামিদা সহ আরো অনেকে।
Leave a Reply