মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সারাদেশে জেলা ভিত্তিক কর্মসুচির অংশ হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে ঠাকুরগাঁও জেলায় দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধায় পৌরসভা মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত এই যৌথ কর্মীসভায় বাংলাদেশ জাতীয়তাবদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী, কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান সহ স্থানীয় নেতুবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতীপথ । তাদের উপর নির্ভর করছে এদেশের সুশাসন ও আর্থসামাজিক অবস্থা। নেতারা আরও বলেন ছাত্র, তরুণ ও যুবকদের হাত ধরে সকল সভ্যতা বিকশিত হয়েছিল। দু:খের বিষয়, এই ছাত্র, তরুণ ও যুবকদের বিভ্রান্ত করা হয়েছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তিন সংগঠনকে ঐক্যবদ্ধ করে যৌথকর্মীসভা করার মাধ্যমে দলকে আরো সুসংগঠিত করে মানুষের সেবায় কাজ করার নির্দেশণা দিয়েছেন।
সভায় বলা হয়, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন এবং পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। সেই সাথে আগামীতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত যাতে কোন ফ্যাসিস্ট ও পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্র করে সেই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।