ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ সিরাজদিখানে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজী মূল্যে আলু বিক্রি করছে উপজেলা প্রশাসন 

50
admin
নভেম্বর ৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ খোলাবাজারে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি মুল্যে আলু বিক্রি শুরু করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন।দেশের সমস্ত হিমাগারে সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে সারাদেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।রবিবার ৫ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপিপাড়া ঈদগাহ মাঠে এ কার্যক্রম করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ।এ-সময় ট্রাকে করে খোলাবাজারে আলু বিক্রির সময় সবাইকে পাঁচ কেজি আলুর প্যাকেট কিনে নিতে দেখা যায়।বিক্রি কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই ৩৬ টাকা দামে আলু কিনতে ভিড় জমান ক্রেতারা।

মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জানান,সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজী মুল্যে ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপিপাড়া ঈদগাহ মাঠে জন প্রতি ৫ কেজী করে আলু বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশে ন্যায্য মূল্যে আলু বিক্রি করার এই উদ্যোগ গ্রহণ করা হয়।আজ আমরা ৪০ বস্তা ২ হাজার কেজী আলু বিক্রি করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ বলেন, সিরাজদিখান উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করার জন্য আমরা বাজারসমূহ মনিটরিং করছি এবং সকল কোল্ড স্টোরেজ পরিদর্শন করে কোল্ড স্টোরেজের মালিক ও বেপারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।যারা সরকারি নির্ধারিত মুল্যে আলু বিক্রি করবেনা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি আমরা কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজী মুল্যে আলু ক্রয় করে খোলাবাজারে ট্রাকযোগে সরকারি নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজী মুল্যে প্রতিজনের কাছে ৫ কেজী করে বিক্রি করছি।উপজেলার সকল বাজারে এ বিক্রি অব্যাহত থাকবে।

এ-সময় উপস্থিত ছিলেন, মালখানগর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান, মালখানগর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: আহসানুল ইসলাম আমিন, ইউপি সদস্য,আবু সাইম সিকদার,আওলাদ হোসেন, কুরবান আলী,হারুন অর রসিদ সহ সকল সদস্য।

আরো পড়ুন দৈনিক তালাশ টাইমস্ এ 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।