ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা না থাকায় রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

50
রবিন চৌধুরী রাসেল রংপুর জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১১, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মন্ডলীতে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব না থাকায় এবং অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগসহ সকল বৈষম্য দূর করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব রংপুরের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ডাকসুর জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড আখতার হোসেনকে সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, উত্তরবঙ্গের অবহেলিত মানুষেরা আন্দোলন সংগ্রাম করে, জীবন দেওয়ার পরও কেন বৈষম্যের শিকার হয়। তাপ্রতি নিয়ত প্রমাণিত। শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করা না হলে বৃহত্তর উত্তরবঙ্গের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।

সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার বলেন, শুধু কি ঢাকাসহ দক্ষিণ অঞ্চল থেকে উপদেষ্টা খুঁজে পাওয়া যায়। উত্তরবঙ্গ থেকে কেন উপদেষ্টা রাখা হচ্ছে না কেন। কাদের ইশারায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও বিতর্কিতরা উপদেষ্টা হচ্ছেন।

আগামীকাল মঙ্গলবার সরকারি অফিস চলাকালীন সময়ে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা না পেলে সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, হামীম মুনতাসীর অহন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, ইয়াসির আরাফাত প্রমুখ।

এর আগে রোববার নতুন করে আরও তিন উপদেষ্টার শপথ নেওয়ার মধ্য দিয়ে সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর বাড়লেও সেই তালিকায় শুন্য রয়েছে উত্তরবঙ্গ। এ কারণে ফুঁসে উঠেছে এখানকার ছাত্র-জনতা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।