ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

সানন্দবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

50
মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জানুয়ারি ৫, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ বাজার এসএ প্লাজায় ভয়াবহ আগুনে বকুল মেশিনারীজের দোকান পুড়ে গেছে।

রবিবার ৫ জানুয়ারী সানন্দবাড়ী দক্ষিণ বাজার মেইন রোড সংলগ্ন এসএ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা রাজিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলামের নেতৃত্বে আগুন নিভানোর কার্যক্রম চালানো হয়।

জানা যায়, আনুমানিক দুপুর আড়াইটায় সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারীজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী বকুল মিয়া বলেন আগুনে আমার প্রায় ৬০ থথে ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে, এ নিউজ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।

সানন্দবাড়ী বাজারের বেশ কয়েক জন ব্যবসায়ী জানান ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বাজার, উত্তরাঞ্চলের সব চেয়ে বড় বাজার। এখানে প্রতি বছর আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। দেওয়ানগঞ্জ থেকে, রৌমারী থেকে, রাজীবপুর থেকে ফায়ার সার্ভিস এসে কোন কাজ করতে পারে না। বরং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে আসে। তাই সানন্দবাড়ীতে অতি শীঘ্রই ফায়ার সার্ভিস চাই, দিতে হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।