মহিলাদের পোশাক সামগ্রী ও সৌন্দর্য সেবার নতুন ঠিকানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভোলা শহরের প্রাণকেন্দ্রে চাদনী ফ্যাশন, এমপি ফ্যাশন, এবং মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার।
মঙ্গলবার সন্ধ্যায় দোয়া-মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে ওবায়দুল হক কলেজ ও সূর্যমুখী কিন্ডারগার্টেন সংলগ্ন ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাদনী ফ্যাশনের প্রোপাইটর শাকেরা শারমিন চাঁদনী এবং এমপি ফ্যাশনের প্রোপাইটর পাপিয়া চৌধুরী। এ ছাড়াও ভোলা জেলার অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই ফ্যাশন হাউজে মহিলাদের জন্য স্বল্প মূল্যে পাওয়া যাবে আকর্ষণীয় থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, গাউনসহ বিভিন্ন ধরণের পোশাক সামগ্রী। পাশাপাশি, অভিজ্ঞ বিউটিসিয়ানদের দ্বারা পরিচালিত “মিরর বাই পাপিয়া চৌধুরী” বিউটি পার্লারে সৌন্দর্য সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
এটি মহিলাদের জন্য একটি অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।