আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সারা দেশের উন্নয়ন প্রচার ও বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস নিরীহ মানুষকে হত্যা সহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সভাপতি, মনিরুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনের সম্ভব্য নৌকার মাঝি, ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
প্রধান অতিথির বক্তব্য ড. জান্নাত আরা হেনরী বলেন, যারাই দেশব্যাপী নৈরাজ্য, জঙ্গিসন্ত্রাস ও অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার আছে। কোনো অপশক্তির স্থান বাংলার মাটিতে হতে পারে না। হাওয়া ভবন থেকে আওয়ামী লীগ ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে আজ স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ হবেই। ষড়যন্ত্র ও অপরাজনীতি করে কেউ এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। তাই ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে টানা ৪র্থ বারের মত ক্ষমতায় বসাতে হবে, তাহলেই এদেশে আরও উন্নয়ন হবে। এসময় তিনি সবাইকে একযুগে আবারও নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।
শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। আব্দুর রউফ মুক্তা, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ মেয়র সিরাজগঞ্জ পৌরসভা। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। আব্দুল বারী সেখ, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। বদরুল আলম, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, যুগ্ন-সাধারণ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। দানিউল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আব্দুল ওয়াদুদ নাসির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজিজুল হক তালুকদার, কোষাধ্যক্ষ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। ফজলুর রহমান খাঁন, সদস্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। মিজানুর রহমান দুদু, সদস্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। জিহাদ আল ইসলাম, সদস্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগ। বীর মুক্তিযোদ্ধা ফিরোজ তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক সিরাজগঞ্জ। মাইনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগ। জাকিরুল ইসলাম লিমন, সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। সুমন রহমান, সাধারন সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।