ক. বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪’
১. কবিতায় বিশেষ অবদানের জন্য- গোলাম কিবরিয়া পিনু
২. কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য- হাবিব আনিসুর রহমান
৩. শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য- সারওয়ার-উল-ইসলাম
৪. মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য- মোস্তফা হোসেইন
৫. মঞ্চ নাটক বিশেষ অবদানের জন্য- ড. মুকিদ চৌধুরী
খ. এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪
১. কবিতার জন্য- ফারুক আহমেদ
২. কবিতার জন্য- মামুন খান
৩. কথাসাহিত্য- শাহমুব জুয়েল
গ. এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা-২০২৪ পাচ্ছেন-
১. কবিতায়- তাসলিমা কবির রিংকি
২. ছোটগল্পে- সালমা সুলতানা।
গত ২২ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি) সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর এবং সাধারণ সম্পাদক- এনাম আনন্দ। তারা জানান, ফেব্রুয়ারি-২০২৫ শে
একটি জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।