ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের মির্জাপুরে কবি সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলা

50
ইমাম হাসান সোহান ,সিনিয়র রিপোর্টার
জানুয়ারি ১১, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কবিতা শান্তির আশ্রয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ৩য় চক্ষু পাকুল্যা,মির্জাপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা ।

শুক্রবার (১০ জানুয়ারী) দিনব্যাপী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যাতে দেশ বরেণ্য কবি সাহিত্যিক ও গুণীজনদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে কবি গোপাল কর্মকার সাহিত্য পুরস্কার -২০২৫ প্রদান করা হয় ।

টাঙ্গাইলের এই জাঁকজমকপূর্ণ সাহিত্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ বরেণ্য কবি মাহমুদ কামাল । কবি বাসুদেব শীলের ও মাসুদ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব সৈয়দ মোঃ নূরুল বাসির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত-২০২৩ ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও সংগঠক কবি গোপাল কর্মকার । সাহিত্য অনুষ্ঠানে সমন্বয়কারীর ভূমিকা পালন করেন বিশিষ্ট কবি অনিক রহমান বুলবুল । টাঙ্গাইলের জাঁকজমকপূর্ণ সাহিত্যের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতিসংঘের দারিদ্র বিমোচন বিভাগের পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সানাউল হক, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি অনার্য অধীর, ডি .এ মতিন, আলহাজ্ব আলী এজাজ খান চৌধুরী রুবেল এবং বাবু কার্তিক চন্দ্র সাহা ।

এবারের অনুষ্ঠানে তিন জন কবি এবং গুণীজনকে সম্মাননাজন হিসেবে ঘোষণা করা হয় । এই তালিকায় ক্যাম্পস এর সভাপতি অধ্যাপক ডাঃ এম এ সামাদ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান স্বনামধন্য কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়িক ডি এ তায়েব কে সম্মানিত করা হয়।

টাঙ্গাইলে অনুষ্ঠিত কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সাহিত্যকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আজাদ কামাল, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত মোহাম্মদ ইমাম হাসান সোহান , সময়ের সাহিত্যকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক কবি বুলবুল আহমেদ, গোপালপুরের বিশিষ্ট কবি সাংবাদিক ও আবৃত্তিকার বিশ্বজিৎ চক্রবর্তী , বিশিষ্ট সংগঠক দেহঘড়ি কার্ডিও ক্লাব টাঙ্গাইলের সভাপতি আনিসুজ্জামান , জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ, গীতিকার ও সঙ্গীত শিল্পী সোলেমান বাদশা, মাটির মা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা , স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল সহ অসংখ্য কবি সাহিত্যিক এবং সাংবাদিকবৃন্দ । কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সময়ের সাহিত্যকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আজাদ কামাল, ধনবাড়ীর কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান, কবি হাসিদা মুন, কবি মোঃ লুৎফর রহমান, কবি কাশিনাথ মজুমদার পিংকু , কবি মামুনুর রশিদ, কবি অহমিনা ঋতু, কবি ও আবৃত্তিকার বিশ্বজিৎ চক্রবর্তী, কবি হারুন অর রশিদ, কবি বুলবুল আহমেদ, কবি বুলবুল হাসান , কবি কবিতা রায় , কবি নুসরাত জাহান , কবি সাদিয়া ইসলাম, তাবাসসুম আরেফিন ছন্দা সহ অনেকেই ।

সমাপনী বক্তব্যে কবি মাহমুদ কামাল সুন্দর আয়োজনের মধ্য দিয়ে দেশ বরেণ্য কবি সাহিত্যিক ও গুণীজনদের মহামিলন ঘটানোর জন্য কবি গোপাল কর্মকার এর সাহসী ও আন্তরিক পদক্ষেপ এর জন্য ভুয়সী প্রশংসা করেন ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।