ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিরুদ্ধে সংযত হয়ে কথা বলতে হবে: সেলিমা রহমান

50
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করব, আমরা এটা করেছি… এসব কথা শুনলে কষ্ট লাগে।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও এরকম কথা বলেছে, সব কিছু তাদের। আর কারও কিছু নাই। দেশের জনগণের কিছু নাই। তার পতন হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্ররা দল করবে খুব ভালো কথা। তবে, সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে।

সেলিমা রহমান বলেন, ছাত্র-যুবকরা ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, সব সময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না।

তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম বেড়েই চলেছে। রাস্তাঘাট অবরোধ এবং দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়ে গেছে। সে বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে।

এ সময় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেত্রী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।