ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

Link Copied!

“অন্যায়কে না বলি ‘সবাই মিলে ঐক্য গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামায় অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট-কাচিনীয়া সড়কে সচেতন ভুক্তভোগী এলাকাবাসীদের ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে। এতে গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ডাম্প ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন রাত ধরে ডাম্প ট্রাক চলাচলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে, অন্যদিকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে।

অনবরত ডাম্প ট্রাক চলাচলের কারণে প্রচন্ড ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবার মূহুর্তে বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে। এতে করে দূর্ঘটনারও আশংকা রয়েছে। আমরা আর এই ডাম্প ট্রাক চলাচল করতে দিবোনা।  এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া রবিউল আউয়াল বলেন, ডাম্প ট্রাকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে সেলিমসহ বিভিন্ন মাধ্যমে টাকার অফার করেছেন যাতে আমরা ডাম্প ট্রাক চলাচল নিয়ে নাক না গলাই।

কিন্ত আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করি নাই। তিনি আরো বলেন, আমরা আজকে মানববন্ধন কর্মসূচি করলাম এরপরে প্রশাসনিক কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করবো। ছবির ক্যাপশন: গতকাল দিনাজপুরের খানসামায় অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করছেন সচেতন ভুক্তভোগী এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।