ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মাহিন্দ্রা গাড়ির চাপায় বৃদ্ধা নিহত

50
 রিফাত আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: 
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী চন্দ্রাপাড়া গ্রামের বাসিন্দা সাহারা (৭০) নামের এক বৃদ্ধা মাহিন্দ্রা গাড়ির নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে । নিহত ঐ এলাকার বাবু মিয়ার স্ত্রী ।

প্রত্যক্ষদর্শী আরেক মাহিন্দ্রা চালক সাইম মিয়া বলেন, গাড়ি চালিয়ে মন্ডল বাজার যাচ্ছিলাম।

আমার সামনে একটি মাহিন্দ্রা গাড়ি বেপরায়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাহারা নামের এক মহিলাকে ধাক্কা দিয়ে পিষ্ট করে। মহিলাটি পাশেই সরিষা খেতে পড়ে যায় । ইঞ্জিনিয়ার ফজলুল হক মহিলা কলেজের পাশে কালভার্টের উপরে আমি তখন আমার গাড়ি দাঁড় করিয়ে তাকে উঠায়।

ওই ড্রাইভার (মিজান) তড়িঘড়ি করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে আটকায় আমি ওই মাহিন্দ্রা গাড়ির ড্রাইভারকে চিনি বলে।

অন্যান্য প্রত্যক্ষদর্শী ফাতেমা ও ছমিনা খাতুন সহ অনেকেই বলেন, আমাদের সরিষা খেতে মাহিন্দ্রা গাড়ি দেখে আমরা এগিয়ে যাই গিয়ে দেখি মিজান নামের ড্রাইভারটি গাড়ি নিয়ে পালাচ্ছে। মিজানকে ধরতে না পেরে আমরা সাইমকে আটক করি। সে মিজানকে চিনে জন্য। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার শামীম আল মাসুদ বলেন ডা. খন্দকার শামীম আল মাসুদ বলেন, আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে মৃত বলে ঘোষণা করি।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ভোরের দর্পণকে বলেন,এই বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।