ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে সরকারি গাছ কেটে উধাও দুর্বৃত্তরা

50
বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। সরেজমিনে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাকেরহাট আদর্শগ্রাম থেকে আওকরা মসজিদ হয়ে পুলহাট পর্যন্ত পাকেরহাট-রানীরবন্দর আঞ্চলিক মহাসড়কের দুই ধারে এই চিত্র দেখা যায়।

সম্প্রতি কর্তন হওয়া ১১টি মেহগনি গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ ও ডালপালা নিয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানান ওই এলাকার গাছ তদারকির প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খানসামা অফিস সংশ্লিষ্টরা। স্থানীয় আজিজার রহমান বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কাহারা রাতের আঁধারে সরকারি গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে।

এগুলো দেখার যেন কেউ নেই? নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, গাছ কাটার টাকা দিয়ে পাশের লিচু বাগানে কিছু কতিপয় ব্যাক্তি জুয়া খেলেন এবং মাদকের আসর বসান। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। বিষয়টি নিশ্চিত করে খানসামা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (অঃদা) আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুরি হওয়া গাছের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা চান তিনি। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অনুমতি ব্যাতিত সরকারি গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ। তাই এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবির ক্যাপশন: সড়কের পাশে কর্তন হওয়া গাছের গুঁড়ি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।